ঝুঁকিতে অভিনেত্রী শারমিন আঁখি, আছেন আইসিইউতে

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১১

যাযাদি ডেস্ক
অভিনেত্রী শারমিন আঁখি। ছবি : ফেসবুক থেকে নেওয়া

টেলিফিল্মের শুটিং সেটে আগুনে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলেও এখনো ঝুঁকি রয়েছে।

আঁখির স্বামী রাহাত কবির গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অবস্থা এখনো ভালো বলা যাবে না। আগের চেয়ে ৫ শতাংশ ভালো বলা যায়। তবে ঝুঁকি এখনো রয়েছে। পরিস্থিতি ভালো না হলে আরও দু–চার দিন আইসিইউতে থাকতে হবে। এখন আর অক্সিজেন দিতে হচ্ছে না। পোড়া অংশের ড্রেসিং করা হয়েছে। সবার কাছে দোয়া চাই।’

এর আগে শুক্রবার শারমিন আঁখির শারীরিক অবস্থা জানতে প্রসঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে আহত হন শারমিন আঁখি।

চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।

যাযাদি/ এস