বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১০০০ কোটি ছাড়িয়ে পাঠানের আয়: ভক্তের প্রশ্নে যা বললেন শাহরুখ

যাযাদি ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৩
ছবি: সংগৃহীত

শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করে ভেঙে দিয়েছে ভারতের ৯টি সিনেমার (হিন্দি) রেকর্ড। এই জয়রথ এখনো চলমান। মুক্তির ১১ দিনেও তার ব্যত্যয় ঘটেনি।

বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির ১১তম দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ২৩ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪০১.১৫ কোটি রুপি। ১১তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৭ কোটি ৭০ লাখ টাকার বেশি।

শাহরুখ খান মাঝে মাঝে টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ‘পাঠান’ মুক্তির আগেও প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তির পর ‘পাঠান’ সিনেমার যখন জয়রথ চলমান, ঠিক তখন নেটিজেনদের মুখোমুখি হলেন কিং খান। আর এসময় ‘পাঠান’ সিনেমার আসল আয় নিয়ে প্রশ্ন তুলেন এক ভক্ত।

একজন প্রশ্ন করেন, ‘‘পাঠান’ সিনেমার আসল আয় কত?’’ উত্তর দিতে দেরি করেননি শাহরুখ। জবাবে লিখেন, ‘৫০০০ কোটি ভালোবাসা, ৩০০০ কোটি প্রশংসা, ৩২৫০ কোটি আলিঙ্গন…। ২ বিলিয়ন হাসিমুখ, যার কাউনডাউন এখনো চলছে। তোমার অ্যাকাউন্টেন্ট কী বলছে ভাই?’

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে