রুপে অপরুপা পূজা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৮

যাযাদি ডেস্ক
অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায় । ছবি: সংগৃহীত

টলিউড অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায়। টলিউডের এই অভিনেত্রীর অভিনয় যতটা না চর্চায়, তার থেকে অনেক বেশি নজরকাড়া চেহারা তাঁর। খবরের শিরোনামে বারবারই এমনভাবে জায়গা করে নিয়েছেন তিনি। মা হওয়ার পরও যেভাবে নিজেকে ধরে রেখেছেন, তাতে তাক লেগে যাবে যে কারো। বিকিনি হোক বা শর্ট ড্রেস, একেবারে তুফানি ঝড় তোলেন পূজা বার বার।

সম্প্রতি ভ্যালেনটাইন ডে’তে স্বামীর সঙ্গে রোম্যান্সের ছবি থেকে খোলা পিঠে সমুদ্রের ধারে ঝড় তোলা ছবি- সবই ভাইরাল অভিনেত্রীর। ফটোশুটের সময় ক্যামেরায় একের পর এক চুম্বন ছুড়ে দেওয়ার দৃশ্যও ভাইরাল হয়েছে অভিনেত্রীর।