তরুণের সঙ্গে ফুলশয্যার খাটে শ্রাবন্তী
প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১২:৪৭
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে ট্রল করা নতুন কিছু নয়। তবে কিছু তারকা আছেন যাদের নিয়ে যেন ট্রোল করার অপেক্ষাতেই থাকেন নেটিজেনরা। সেই তালিকায় আছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলেই তা নিয়ে ট্রল শুরু হয়ে যায়।
শুক্রবার বিয়ের সাজে শ্রাবন্তী হাজির হন ইনস্টাগ্রামে। লাল বেনারসি, শরীর ভর্তি গয়না, মাথায় মুকুট পরে একেবারে নববধূর সাজে শ্রাবন্তী। নায়িকার নতুন এই ব্রাইডাল ফটোশুটের ভিডিও দেখে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।
ভিডিওর কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘এটা পঞ্চম বিশ্বযুদ্ধ নাকি!’ অপরজনের কমেন্ট, ‘মনে হচ্ছে আবার একটা বিয়ে খাবো দিদির।’ আরেকজন লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয়, বহুবিবাহ করার জন্যই এর জন্ম।’
শ্রাবন্তীর সঙ্গে থাকা পুরুষ মডেলের বয়স নিয়েও কটাক্ষ করেছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘‘সন্তানসম ছেলের সঙ্গে এসব যে কী করে… ভয় হয় কোনদিন না ফুলশয্যার ফটোশুট করে ফেলে।’
যাযাদি/ এস