আসছে সনি ও রুমি খানের নতুন গানের একটি মিউজিক ভিডিও
প্রকাশ | ৩০ মে ২০২৩, ১৮:২০ | আপডেট: ৩০ মে ২০২৩, ১৮:২৮

সংগীতশিল্পী নাসির উদ্দিন সনি ও রুমি খানের "নতুন গানের একটি মিউজিক ভিডিও "ভাড়াটিয়া ঘর জামাই "এফ কে মাল্টিমিডিয়া'র নিজস্ব ইউটিউব চ্যানেলে আগামী বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গানটি রিলিজ পাবে বলে জানিয়েছেন এফ কে মাল্টিমিডিয়া'র কর্নধার কবির চৌধুরী।
জানা গেছে, ইতোমধ্যেই স্টুডিওতে গানটির রেকডিং ও চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে।
গানটির শিরোনাম 'ভাড়াটিয়া ঘর জামাই। গানটির কথা লিখেছেন রাজ কামাল ও সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় মিউজিক কম্পোজার রুমি সেন ।
এ শিল্পী জানান, বর্তমানে ভালো গানের খরা চলছে। প্রযুক্তির উৎকর্ষতায় প্রচুর গানের মিউজিক ভিডিও তৈরি হলেও শিল্পীসুলভ গানের সংখ্যা খুবই কম।
এ কারণে দর্শক শ্রোতাদের কাছে গানের স্থায়িত্বও অনেকটা কমে গেছে। তাই দর্শক শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই যত্নসহকারে উক্ত গানের মিউজিক ভিডিও টি তৈরি করা হয়েছে।
দীর্ঘদিন পর দর্শক শ্রোতারা একটি ভালো মানের সুরেলা গান পাবেন বলে শিল্পী আশবাদ ব্যক্ত করেছেন।
যাযাদি/ এম