প্রিয়াংকার ভাশুরের স্ত্রীর নতুন পুরুষকে চুম্বনের ছবি ভাইরাল!
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫
বলিউড অভিনেত্রী প্রিয়াংকার কারণে তিনি নেট দুনিয়ায় ভাইরাল। কারণ তার জনপ্রিয়তা নয় প্রিয়কার জনপ্রিয়তায় তাকে ভাইরাল করেছে।
প্রিয়াংকা চোপড়ার ভাশুর জো জোনাস ও তার স্ত্রী সোফি টার্নার বিচ্ছেদ হয়েছে কিছুদিন হলো। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে না টানতেই অন্য পুরুষে মজেছেন অভিনেত্রী! এমনটাই গুঞ্জন রটেছে। এর অবশ্য কারণও আছে। সম্প্রতি নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে সমুদ্রে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর ছবি প্রকাশ্যে এসেছে তার। যা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।
জানা গেছে, বর্তমানে ‘জোন’ নামের একটি সিরিজের কাজে ব্যস্ত সোফি টার্নার। যার শুটিং হচ্ছে স্পেনে। সেখানেই সহ-অভিনেতা ফ্র্যাঙ্ক ডিলানের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাকে। অনেকেই দাবি করেছেন— এটি শুটিংয়েরই অংশ।
তবে চুম্বনের দৃশ্য ছাড়াও, সোফি এবং ফ্রাঙ্ককে সমুদ্রে বেশকিছু সময় থাকতে দেখা গেছে। এ সময় সৈকতে বেশ রোমান্টিক মুডে ছিলেন তারা।
যদিও সোফি বা ফ্রাঙ্ক কেউই রোম্যান্সের এ গুজবে মন্তব্য করেননি। তাই এটি ধরে নিতে হচ্ছে যে তারা কেবলই সহকর্মী এবং বন্ধু।
অপরদিকে দুই ভাইকে নিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় কনসার্টে বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’।
সম্প্রতি একটি শোতে গান গাইতে গাইতে কেঁদে ফেলেন জো। কারণ সেই মুহূর্তে তিনি ‘হেজিটেট’ গানটি গাইছিলেন, যেটি লিখেছিলেন সোফির জন্যই।
যাযাদি/ এস