বিয়ে করেছেন জায়েদ খান ? নারী ভক্তদের কান্না
প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯
ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। যেটির শুট করা হয়েছে কক্সবাজারের আন্তর্জাতিক মানের একটি হোটেলে। এ বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি।
বিজ্ঞাপনে গল্পটা এমন— বিয়ে করেছেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে কোথায় যাবেন হানিমুনে? বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খানও বউকে নিয়ে ছুটলেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকতে। নতুন বউকে নিয়ে উঠে গেলেন আন্তর্জাতিক মানের হোটেল রামাদার প্রেসিডেন্টসিয়াল স্যুইটে।
ব্যস! এটি কেন্দ্র করেই বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হলো— বউ নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান, যা দেখেই নাকি ঘুম উড়েছে জায়েদ খানের নারী ভক্তদের। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছেন অভিনেতাকে।
নিউজ দেখে অনেক মেয়ে মনে করেছেন তিনি সত্যই বিয়ে করেছেন। আত্মীয়স্বজনেরাও তাঁকে ফোন দিয়ে শুভকামনা জানাচ্ছেন। তিনি বলেন, ‘খবরটি দেখে অনেক মেয়ে কান্নাকাটি করেছে। মেয়েরা এসএমএস দিয়েছে, ‘আপনি হৃদয়টা ভেঙে না দিলেও পারতেন।’ কোনো মেয়ে লিখেছে, ‘কাল থেকে কিছু খাইনি।’ সব জায়গায় রটে গেছে আমার বিয়ে।’
যাযাদি/ এস