সাকিব আমার ফোন ফেলে দিয়ে কাজটা ঠিক করেনি: জায়েদ খান
প্রকাশ | ০১ মে ২০২৪, ১৮:২১

ক্রিকেটার সাকিব আল হাসান, জায়েদ খানের মুঠোফোন ছুড়ে মারেন সুইমিং পুলের পানিতে।
এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়েদ খান।
যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। তবে, জায়েদ খান তার ফেসবুকে আজ তিনি লিখেছেন, ‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শিগগির সব জানাবো তারপর আপনারাই বিচার কইরেন।
কিন্তু এ বিষয়ে সাকিব আল হাসান এখনো কোনো মতপ্রকাশ করেনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা গুঞ্জন।
জায়েদ খানের ফেসবুক পোস্ট দেখে নেটিজেনরা সাকিব আল হাসানকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। কেউ কেউ বলছে বেয়াদব, আবার কেউ কেউ সাকিবের এমন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
যাযাদি/ এম