রুনার রূপের গোপন রহস্য বলিউড
প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০ | আপডেট: ১৬ মে ২০২৪, ০৯:৫৭

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। দক্ষ অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। শুধু টিভি পর্দায়ই নন, রুপালি পর্দায়ও দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে এ অভিনেত্রী। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি।
বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য। দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি।
সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক : সাঈদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী রুকুনউদ্দীন আহমেদ, প্রকাশক কর্তৃক এইচ আর সি ভবন , ৪৬, কাওরান বাজার কমার্শিয়াল এরিয়া, ঢাকা-১২১৫, বাংলাদেশ। পিএবিএক্স : ৮৮০(২)৪১০১০৬৫৫ মোবাইল:: ০১৮৪১-০৪২৫৯৫ রিপোর্টিং - ০১৮৪১০৪২৫৯৭ বিজ্ঞাপন - ০১৮৪১০১১৯৪৭ এবং সার্কুলেশন - ০১৮৪১০৪২৫৯৯ E-mail: [email protected]; [email protected]