শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

এখনো কি চুটিয়ে প্রেম করছেন আরশ-তানিয়া?

যাযাদি ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ১০:৫৯
ছবি: সংগৃহীত

শোবিজের জনপ্রিয় দুই মুখ আরশ খান ও তানিয়া বৃষ্টি। জুটি বেঁধে তার দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক। একটা সময় একাধিক নাটকে টানা কাজও করেছেন তারা। আর সে সময়ই গুঞ্জন রটে- চুটিয়ে প্রেম করছেন আরশ-তানিয়া। বিষয়টি নিয়ে শোবিজেও অনেক চর্চা হয়েছে। তবে মাস কয়েক আগে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন তানিয়া। জানান, আরশের সঙ্গে তার ভাই-ব্রাদার সম্পর্ক।

তানিয়ার এমন কথা ভালোভাবে নেননি আরশ খান। যা নিয়ে ফেসবুকে একাধিক পোস্টও করেন এই অভিনেতা।

বর্তমানে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে- তা অনেকটাই স্পষ্ট। এখন দুজনকে পাওয়া যায় না নতুন কাজের ফ্রেমে। অনেকের মতে, দুজনের সম্পর্ক ফাটল ধরেছে। এবার সম্পর্কের অবনতির কথা স্বীকার করলেন তানিয়া বৃষ্টি নিজেই। আর তাকে নিয়ে কথা বলতে আরশ খানকে নিষেধও করলেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আর আরশ একসঙ্গে অনেক কাজ করতাম। ভালো একটি বন্ডিং ছিল দুজনের। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি, ঝামেলা হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটাই চলছে। ও আমার ওপর একটু রেগে আছে।’

রাগের কারণ হিসেবে এই অভিনেত্রী বলেন, ‘আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম, আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি। একসঙ্গে ঘুরি ফিরি, ভাই-ব্রাদারদের মতো। “ভাই-ব্রাদার” কথাটা ও কোট করছে। এটা বলাতে তার হয়ত মেজাজ খারাপ হয়েছে। অভিমান বলতে পারেন। আমি আরশকে বলতে চাই, আমি তোমাকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিই নাই। তুমি আমার কাছে ওরকম ভাই ব্রাদার, যে আমার এভরিথিং। এতে মেজাজ খারাপ করার কিছু নাই।’

সামনে দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে কিনা জানতে চাইলে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন আমাদের কাজ হচ্ছে না। আরশের সঙ্গে এখন ঝগড়াঝাঁটি হলেও সামনে আমরা কাজ করব। ঈদে আমাদের একসঙ্গে দেখা যেতে পারে।’

এদিকে, বর্তমানে শামীম হাসান সরকারের সঙ্গে বেশি কাজ করছেন তানিয়া বৃষ্টি। কাজের বাইরে দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা যাচ্ছে। গুঞ্জন রটেছে- আরশের পর শামিম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া!

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। আমরা একসঙ্গে অনেক কাজ করি। কাজ ছাড়াও আমরা অনেক আড্ডা দিই। এর বাইরে অন্য কিছুই না।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে