বিবাহিতদের দিয়েই ‘ব্যাচেলর পয়েন্ট’ কেমন হবে?
প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৪

দেশীয় ধারাবাহিক নাটকের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তলানিতে গিয়ে ঠেকেছিল বলা যায়।
এরকম পরিস্থিতিতে নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন।
হারিয়ে যেতে বসা সেই দর্শকদের এনে বসালেন পর্দার সামনে। দেখালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি। তবে জনপ্রিয়তা পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রায় সবাই ছিল অবিবাহিত।
কিন্তু এর মধ্যে প্রায় সব অভিনেতা-অভিনেত্রী বিয়ের পিড়িতে বসেছেন। তাই অনেকের মনে প্রশ্ন জাগছে এবার বিবাহিতদের নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ কি আগের জনপ্রিয়তা পাবে?
এর আগেতারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরলেন অমি। দর্শক লুফে নিলেন তার সৃষ্টি। এরপর তাদের আগ্রহে ধারাবাহিকটির দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ সিজন নির্মাণ করেন তিনি। প্রতিটি সিজনেই বেড়েছে দর্শক সংখ্যা।
চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক ভেবে নিয়েছিলেন এখানেই যবনিকা টানছেন পরিচালক। কিন্তু না, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আসছে এবার। এতদিন রাখঢাক করলেও এবার অমি নিজেই জানালেন সামাজিক মাধ্যমে।
অমি নিজের ফেসবুকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর একটি নতুন পোস্টার প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ছাদে শুকাতে দেওয়া হয়েছে ফুলপ্যান্ট, হাফ প্যান্ট ও টিশার্ট। ক্যাপশনে নির্মাতা লিখেছেন, দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’।
এর আগে নাম প্রকাশ না করার শর্তে ‘ব্যাচেলর পয়েন্ট’র বেশ জনপ্রিয় একটি চরিত্রের অভিনেতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘নতুন মৌসুমের কাজ শুরু করেছি আমরা। দোয়া করবেন যেন আবারও জমজমাট একটি সিজন নিয়ে আসতে পারি।’
তিনি আরও জানিয়েছিলেন, নতুন সিজনে বেশ কিছু নতুন চমক থাকবে যা একেবারেই নতুন। গল্প ও চরিত্রগুলো হবে আগের চেয়েও জমজমাট।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।
যাযাদি/ এস