আসছে নুসরাত জাহানের ‘আড়ি’
প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৩:১৪

পশ্চিমবঙ্গের বহুল চর্চিত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান।
সোজাসাপটা কথা ও ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করার কারণেও সমালোচনার জন্ম হয় তাকে নিয়ে। তবে এবার আর বিতর্ক বা সমালোচনা নয়, নতুন ছবির খবরে নুসরাত জাহান।
গত ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমা ‘বরবাদ’-এর একটি আইটেম গানে দ্যুতি ছড়ালেও এবার নিজের পূর্ণাঙ্গ সিনেমা ‘আড়ি’র মাধ্যমে পশ্চিমবঙ্গের দর্শকের সামনে আসছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনার দায়িত্বে আছেন তিনি এবং তার স্বামী অভিনেতা যশ।
আগামী ২৫ এপ্রিল কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে ‘আড়ি’। এ কারণে শেষ মুহূর্তে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত জাহান।
এটি যশ নুসরাত প্রোডাকশনের দ্বিতীয় ছবি, যা পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। সিনেমাটি নিয়ে গোটা টিমই খুব আশাবাদী। নুসরাত জাহান বলেন, ‘এটি একটি ফ্যামিলি ড্রামা।
যেখানে সম্পর্ক নিয়ে আমরা সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। এই ছবিতে একটা আবেগপূর্ণ আঙ্গিক আছে। আমাদের পক্ষ থেকেই সব বাবা-মায়ের জন্য এটা একটা শ্রদ্ধাঞ্জলি।’
অভিনেত্রী আরও বলেন, ‘সবাইকে অনুরোধ করছি সপরিবারে শুধু নয়, নিজেদের বাবা-মাকে নিয়ে সিনেমাটি দেখতে যাবেন।
এই ছবিটা এভাবেই বানানো হয়েছে, আমরা আজকের দিনে যেভাবে কাজের পেছনে ছুটি, সে ক্ষেত্রে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমরা বাবা-মাকে অবহেলা করে ফেলি।
এই ছবিটা তাদের জন্য একটি উপহার। এটা দেখে বাবা-মায়ের সঙ্গে তাদের যে দূরত্ব, তা হয়তো একটু কমবে। এমন গল্পে আগে কখনো কাজ করিনি। তাই এই ছবিটি আমার জন্য অনেক স্পেশাল।
সিনেমাতে নুসরাত, যশ ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। এ ছাড়া বাংলাদেশি গায়ক সৈয়দ অমি সিনেমায় ‘মরুভ‚মি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। আছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি আইটেম গান।
অন্যদিকে এবার ঈদে ঢাকাই সিনেমা ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে ‘চাঁদ মামা’ শিরোনামের একটি আইটেম গানে পারফর্ম করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন নুসরাত।
গানটি নিয়ে মানুষের এত ভালোবাসা, উচ্ছ¡াস, উন্মাদনায় মুগ্ধতা প্রকাশ করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী।
যাযাদি/আর