ক্যামিও চরিত্রে শ্রুতি হাসান
প্রকাশ | ০৩ মে ২০২৫, ১৪:২৭

দক্ষিণ ভারতীয় তারকা শ্রুতি হাসান। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সুনামের সঙ্গে অভিনয় করে আসছেন কমল হাসানের এই কন্যা।
মাঝখানে কিছুদিন সাফল্য থেকে দূরে থাকলেও পুরনো ছন্দে ফেরেন ২০২৩ সালে মুক্তি পাওয়া বিগ বাজেটের ‘সালার: পার্ট-১ সিজফায়ার’ সিনেমার মাধ্যমে।
প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন শ্রুতি হাসান। দুই বছর পর একই পরিচালকের নতুন ছবিতে আবারও চুক্তিবদ্ধ হলেন শ্রæতি। সিনেমাটিতে নায়কের ভ‚মিকায় থাকছেন জুনিয়র এনটিআর। নতুন মেগা প্রজেক্টটি ইতোমধ্যেই চলচ্চিত্র মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
তবে, এবার তিনি ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন না বরং একটি বিশেষ গানে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন রুকমিনী বসন্ত, তবে, শ্রুতি হাসানের ক্যামিও গানটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উপস্থাপিত হবেÑ যা জুনিয়র এনটিআর-এর চরিত্রকে শক্তিশালীভাবে তুলে ধরবে।
যদিও প্রাশান্ত নীল তার আগের ছবিগুলোতে আইটেম গান ব্যবহার করতে খুব আগ্রহী ছিলেন না, এবার এই গানটি একটি কেন্দ্রীয় ভ‚মিকা পালন করবে। এই ছবির শিরোনাম নিয়েও বেশ গুঞ্জন চলছে। কিছু সূত্রে দাবি করা হচ্ছে, ছবির নাম ‘ড্রাগন’ হতে পারে।
বিষয়টি আরও ভাইরাল হয়ে ওঠে যখন পরিচালক এসএস রাজামৌলি একটি জনসম্মুখে ভুলক্রমে ছবির নাম ‘ড্রাগন’ বলে ফেলেন। এটি ভক্তদের মধ্যে কৌত‚হল এবং উত্তেজনা সৃষ্টি করেছে এবং এখন সবাই অপেক্ষা করছে ছবির আনুষ্ঠানিক নাম ঘোষণা হওয়ার জন্য।
এদিকে ব্যক্তিজীবনে খুব একটা ভালো নেই শ্রুতি হাসান। মুম্বাইয়ের চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে চার বছরের সম্পর্কে ইতি টেনেছেন কমল হাসানের কন্যা। যার দরুণ মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একে অপরকে আন ফলো করার পর প্রেম ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাসখানেক আগেই আলাদা হয়েছেন তারা।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে শ্রুতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে শান্তনুও মুখ খোলেননি।
ইতোমধ্যে ইনস্টাগ্রাম থেকে শান্তনুর সব ছবি মুছে ফেলেছেন শ্রুতি হাসান। আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে অতীতের সবকিছু ভুলে থাকতে চান শ্রুতি।
যাযাদি/আর