নতুন গুঞ্জনে নাগা-শোভিতা

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৫:৪২

বিনোদন ডেস্ক
নাগা-শোভিতা

গত ১ মে মুম্বাইয়ে আয়োজিত ওয়েভস সামিটে অংশ নিয়েছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। 

আর সেখান থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার সূত্রপাত। অনুষ্ঠানে শোভিতা ঢিলেঢালা পোশাক পরেছিলেন। আর সেটা দেখেই একাংশের অনুমান, তিনি নাকি মা হতে চলেছেন। 

শুধু তাই নয়, শোভিতা ছবি ভিডিও দেখেও দর্শক অনুরাগীদের একাংশের দাবি, বর্তমানে বেশিরভাগ সময়েই ঢিলে পোশাক পরেন তিনি। তাই বিগত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন, মা-বাবা হতে চলেছেন শোভিতা-নাগা। এমন আবহেই ওয়েভস সামিটে অভিনেত্রীকে দেখে সেই জল্পনা-কল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন। 

গত ডিসেম্বর মাসে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোভিতা ধুলিপালা। প্রায়ই তাদের সুখী সংসারে ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন এ দম্পতি। 

নাগা-সামান্থার একদশকের সম্পর্ক ছিন্ন হওয়ায় শোভিতাকেও কম কটাক্ষের শিকার হতে হয়নি। এবার গুঞ্জন শোনা যাচ্ছে নাগা-শোভিতা নাকি জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। তারা মা-বাবা হতে যাচ্ছেন। 

বেবিবাম্প ঢাকতেই নাকি ভারী শাড়ির আঁচলের আশ্রয় নিয়েছিলেন শোভিতা। যদিও দম্পতি নিজে থেকে কোনো বিবৃতি দেননি। 

যাযাদি/আর