ইতিহাস গড়লেন কিং খান
প্রকাশ | ০৬ মে ২০২৫, ১১:৫৯

বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান।
পৃথিবীর বড় বড় উৎসবে পা পড়েছে এই বলিউড বাদশার। তবে একটা আক্ষেপ ছিল কোটি কোটি ভক্তের। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালায় দেখা যায়নি এই স্টাইলিশ নায়ককে।
অবশ্য ভারতীয় কোনো পুরুষই হাঁটেনি এই ইভেন্টের ব্লু -কার্পেটে। তাই আরও একবার ইতিহাস গড়লেন কিং খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে হাঁটলেন মেট গালায়।
আগেই জানা গিয়েছিল, এ বছরের ইভেন্টে থাকছেন শাহরুখ খান। তাই কী সাজে আসবেন সেটা নিয়ে আগ্রহ ছিল সবার।
কিং খান আসলেন কিং বেশেই। পাঞ্জাবি রয়্যাল লুক নিয়েছেন তিনি। শাহরুখের হাতে ছিল স্টিক আর গলায় হার। পরনে কালো স্যুট। শাহরুখের পোশাক ডিজাইন করেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।
স্থানীয় গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর রাত ৪টা ) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫।
এবারের মেটা গালার আসর বসেছে নিউইয়র্কে। এই ফ্যাশন শোয়ের লাইভ স্ট্রিমিং হচ্ছে ভোগ চ্যানেলে।
যাযাদি/আর