জন্মদিনের মাসটা আমার জন্য কষ্টের : ওমর সানী
প্রকাশ | ০৬ মে ২০২৫, ১৬:২৯

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী।
অভিনয়ে আগের মতো নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিজের নানারকম ব্যবসায়ীক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। আজ (৬ মে) এই অভিনেতার জন্মদিন। তবে বিশেষ এই দিন ঘিরে কখনও কোন আয়োজন রাখেন না তিনি।
ওমর সানী বলেন, আজ আমার জন্মদিন। এই দিনে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই দিনেই আমি পৃথিবীতে এসেছি। দিনটি আমার জন্য অনেক আনন্দের আবার অনেক কষ্টের। কারণ, এই মাসেই আমার মা মারা গেছেন। তাই এই মাসটা আমার কষ্টের, এ কারণেই আমি কোনো আয়োজন রাখি না।
যাযাদি/আর