গর্ভাবস্থায় জটিল সমস্যার কথা জানালেন দীপিকা
প্রকাশ | ০৮ মে ২০২৫, ১১:৫৬

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের ছবি এখনো প্রকাশ্যে আনেননি।
অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা নিয়েও তিনি কখনই কথা বলেননি। তবে এবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার গর্ভাবস্থা বেশ জটিল সমস্যার কথা।
গত বছর ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দুয়া। দীপিকা বলেন, সন্তান জন্ম দেওয়ার আগের ৮-৯ মাস আমাকে খুব কষ্ট করতে হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় ভীষণ জটিলতা তৈরি হয়েছিল। সেই সময় এ বিষয়ে কোনো কিছু বলেননি অভিনেত্রী।
মানসিক স্বাস্থ্য নিয়ে আগেও কথা বলেছেন দীপিকা পাড়ুকোন। দুয়ার জন্মের পর কেমন ছিল তার মানসিক স্বাস্থ্য? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এ সময়ে তিনি ঠিকই ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেই নিয়মিত তার খোঁজ নিতেন।
এ বিষয়ে দীপিকা বলেন, আমি সত্যিই সৌভাগ্যবতী— কিছু মানুষকে আমার জীবনে পেয়েছি। যে কোনো প্রয়োজনে ওদের পাশে পাওয়া যায়।
যাযাদি/আর