মাকে নিয়ে নির্মিত জনপ্রিয় পাঁচ সিনেমা
প্রকাশ | ১১ মে ২০২৫, ১৪:০৮

মা শব্দটির মধ্যে পৃথিবীর সকল আবেগ নিহিত। সেই সব আবেগ ফুটিয়ে তুলতে চলচ্চিত্র সবচেয়ে বড় মাধ্যম।
দেশ-বিদেশের চলচ্চিত্রকারেরা মাকে বিভিন্ন চলচ্চিত্রে সাবলীলভাবে উপস্থাপনা করেছেন। সেগুলোর অধিকাংশই দর্শকনন্দিত ও প্রশংসিত হয়েছে। মাকে নিয়ে নির্মিত ৫টি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো-
আম্মাজান: ঢাকাই চলচ্চিত্রে এটি একটি জনপ্রিয় সিনেমা। সিনেমাটি কাজী হায়াৎ নির্মাণ করেছেন। এটি প্রযোজনা করেছেন ও কাহিনী লিখেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াৎ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম। এবং তার পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন মান্না। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ প্রমুখ। আম্মাজান ১৯৯৯ সালের ২৫ জুন বাংলাদেশে মুক্তি পায়। এটি ওই বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াৎ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন।
মায়ের জন্য পাগল: বিগ বাজেটের তারকাবহুল সিনেমা ‘মায়ের জন্য পাগল’। মাসুদ পারভেজ প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন কাজী মারুফ, পূর্ণিমা, ইমন, নদী, সোহেল রানা, ববিতা, শর্মিলী আহমেদ ও অনেকে।
‘মায়ের জন্য পাগল’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে বাবা-মায়ের মান-অভিমান ও ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে।
মায়ের অধিকার: এ সিনেমাটি নির্মাণ করেছেন শিবলি সাদিক। ১৯৯৬ সালে সিনেমাটি মুক্তি পায়। জামান আখতারের কাহিনি ও সংলাপে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন শিবলি সাদিক। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ, আলমগীর, ববিতা, ফেরদৌসী মজুমদার, ও হুমায়ুন ফরীদি।
মায়ের দাবি: আওকাত হোসেন পরিচালিত এ সিনেমাটি ১৯৮৬ সালে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, সেলিনা, রোজী আফসারী, প্রবীর মিত্র, ব্ল্যাক আনোয়ার প্রমুখ। চলচ্চিত্রটি ১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে একটি পুরস্কার অর্জন করে।
মায়ের চোখ: সিনেমাটি অ্যাকশন ও পারিবারিক গল্পভিত্তিক। এটির গল্প লিখছেন যোশেফ শতাব্দী। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। অমিবনি কথাচিত্র থেকে সিনেমাটি প্রযোজনা এবং অভিনয় করেছেন ডিপজল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা। অন্যান্য শিল্পীরা হলেন আমিন খান, পূর্ণিমা, কাজী হায়াৎ, জিল্লুর রহমান, সাদেক বাচ্চু, শিবা সানু, মিজু আহমেদ।
যাযাদি/আর