বিতর্কে জড়ালেন সালমান খান

প্রকাশ | ১২ মে ২০২৫, ১৩:০২

বিনোদন ডেস্ক
সালমান খান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পর এবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান।

 এ যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন বলিউডের অনেক তারকা। সেই তালিকায় রয়েছেন ভাইজান সালমান খানও। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করেই বিতর্কে জড়িয়েছেন সালমান খান। নেটিজেনদের সমালোচনা কারণে বাধ্য হয়ে অবশেষে পোস্ট ডিলিট করলেন তিনি। পোস্ট দিয়ে ভাইজান লিখেছিলেন, যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান।

তার এক্স হ্যান্ডেলে করা পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই ধেয়ে আসতে শুরু করে কটাক্ষের বন্যা।

 নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?’ আবার কেউ কেউ লিখেছেন, ‘সবে ঘুম ভাঙলো?’ একের পর এক খোঁচায় প্রায় বিরক্ত ভাইজান। 

তাই কিছুক্ষণের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেন। 


যাযাদি/আর