ফের জুটি বাঁধছেন রাশমিকা-বিজয়
প্রকাশ | ১৪ মে ২০২৫, ১৫:৩৪

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা।
২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।
সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো, লিভ-ইনের গুঞ্জনসহ তাদের নানা কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।
ব্যক্তিগত কারণে বছর জুড়েই আলোচনায় থাকেন রাশমিকা-বিজয়। কিন্তু গত ৫ বছর ধরে নতুন কোনো সিনেমায় তাদের দেখা যায়নি।
প্রিয় তারকা জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরাও। দর্শক চাহিদা থাকার পরও কেন একসঙ্গে অভিনয় করেন না তারা? এ নিয়ে নানাজনের নানা মত রয়েছে। তবে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় জুটি বেঁধে ফিরছেন এই যুগল!
ইন্ডিয়া গ্লিটস এক প্রতিবেদন জানিয়েছে, “ভিডি ১৪’ সিনেমায় প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন রাশমিকা মান্দানা। পিরিয়ড-ড্রামা ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন রাহুল সংকৃত্যায়ন। সিনেমাটির চিত্রনাট্য এক নজর পড়েই ভালো লেগে যায় রাশমিকার। ফলে আর সময় নষ্ট করেননি এই অভিনেত্রী।
বিজয় দেবরকোন্ডার ৩৬তম জন্মদিন উপলক্ষে ‘ভিডি ১৪’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন পরিচালক রাহুল। তাতে সুঠাম দেহের লম্বা কেশের বিজয়কে মন্দিরে বসে থাকতে দেখা যায়।
‘কুবেরা’, ‘থামা’, ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার কাজ এখন রাশমিকার হাতে রয়েছে। এরই মধ্যে ‘কুবেরা’, ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার শুটিং শেষ করেছেন। এখন ‘থামা’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটির কাজ শেষ করে ‘ভিডি ১৪’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেত্রী। তবে এখনো রাশমিকার শুটিং শিডিউল চূড়ান্ত হয়নি। এমনকি সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেননি রাশমিকা কিংবা নির্মাতা রাহুল।
২০২৩ সালের শেষের দিকে খবর চাউর হয়েছিল, পুনরায় জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন বিজয়-রাশমিকা। এটি পরিচালনা করার কথা ছিল গৌতম তিনানুরির। যদিও এটি গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল।