ফের প্রেক্ষাগৃহে জয়া আহসান

প্রকাশ | ১৬ মে ২০২৫, ১১:২১ | আপডেট: ১৬ মে ২০২৫, ১১:২৬

বিনোদন ডেস্ক
ফাইল ছবি

চার মাসের ব্যবধানে আবার প্রেক্ষাগৃহে আসছেন জয়া আহসান। 
সবশেষ গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত সিনেমা ‌‌‘নকশী কাঁথার জমিন।’
 
এবার, করোনাকালে নির্মিত ছবি ‘জয়া আর শারমিন’ আজই মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। 

করোনার সময়ের ঘরবন্দি জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘জয়া আর শারমিন’। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান  হলো ‘জয়া আর শারমিন’।

জয়া আহসান ছাড়াও ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। 

সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান। সিনেমাটির শুটিং হয়েছে করোনা মহামারি চলাকালে। 

জয়া আহসানের ভাষ্য, ওই সময়টাকে ধরে রাখার জন্য কাজটি করেছি। নিরাপত্তা নিশ্চিত করেই শুটিং করেছি। যারা সিনেমাটি দেখবেন করোনার সময়ে ফিরে যাবেন। 

জয়া আহসান আরও বলেন, তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি।