ঈদে আসছে বাঁধনের ‘এশা মার্ডার’

প্রকাশ | ১৭ মে ২০২৫, ১২:৪৪

বিনোদন রিপোর্ট
আজমেরী হক বাঁধন

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ পেয়েছে। ২০০৯ সালে ঢাকার আজিমপুরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর খুনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটিতে একজন পুলিশ তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে রয়েছেন সানী সানোয়ার। 

পরিচালক সানী সানোয়ার বলেন, ‘দেশে খুন রহস্য ও সাসপেন্স ঘরানার সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই আমরা এই সিনেমা নির্মাণ করেছি। 

তিনি বিশ্বাস করেন, এশা মার্ডার সফল হলে এ ধারার সিনেমা আরও তৈরি হবে।’

অভিনেত্রী বাঁধন বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে নারীর এমন চরিত্র দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তাই সিনেমাটিতে কাজের সিদ্ধান্ত নিই।’ তাঁর মতে, সানী সানোয়ারের গল্প বলার ভঙ্গি এবং উপস্থাপনা এশা মার্ডারকে ঈদের সিনেমার ভিড়ে আলাদা করবে।