‘তাণ্ডব’ টিজারে রহস্য বাড়ালেন শাকিব খান

প্রকাশ | ১৮ মে ২০২৫, ১৫:৩৭

বিনোদন রিপোর্ট
শাকিব খান

ঢালিউড কিং শাকিব খানের প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। 

রায়হান রাফি নির্মিত সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রচারের অংশ হিসেবে আজ মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। মুক্তির পরই অন্তর্জালে ঝড় তুলেছেন শাকিব।

১ মিনিট ৩০ সেকেন্ডের টিজার দেখে ভক্ত-অনুরাগীরা তো বটেই, নেটিজেনারাও বিস্মিত। মন্তব্যের ঘরে সেই উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন। 

একজন লেখেন “এই ‘তাণ্ডব’, ‘বরবাদকেও’ ছাড়িয়ে যাবে।” রাকিব লেখেন, “আগুন।” বিজয় লেখেন, “ইন্ডাস্ট্রি হিট লোডিং মেগাস্টার কাঁপিয়ে দিয়েছে।” প্রেম চৌধুরী লেখেন, “কোরবানির ঈদের বাকি সকল মুভিকে ১০ নং বিপদ সংকেত দিলেন ‘তাণ্ডব’।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে।

টিজারের শুরুতে দেখা যায়, মুখোশ হাতে হেঁটে যাচ্ছেন কেউ একজন। একটি বড় রুমের ভেতর মুখোশ পরিহিত একদল মানুষকে অস্ত্র হাতে দেখা যায়। 

এরপর মুখোশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াই করতেও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের।

নেপথ্য কণ্ঠে ভেসে আসে দেশবাসীর প্রতি একটি বার্তা, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়।

একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়। টিজারটিতে শাকিবের নাচের একটি মুদ্রা আলাদাভাবে নজর কেড়েছে।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে আলফা আই, কলকাতার এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।