এবার নয়নতারার পারিশ্রমিকে কাটছাঁট

প্রকাশ | ২০ মে ২০২৫, ১২:৪৫ | আপডেট: ২০ মে ২০২৫, ১৩:৫৯

বিনোদন ডেস্ক
অভিনেত্রী নয়নতারা

‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা মালায়ালাম সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

 নিয়মিত অভিনয় করছেন তামিল এবং তেলেগু সিনেমাতেও। অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান খুব পাকা-পোক্ত করেছিন তিনি।  ২০২৩ সালে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘জাওয়ান’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন।

ক্যারিয়ারে একাধিক ‘বিগহিট’ সিনেমা উপহার দেওয়া নয়নতারা দক্ষিণের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বলা হয়ে থাকে তিনি নিজেই একটা ব্র্যান্ড। কিন্তু তার এই ব্র্যান্ডভ্যালুতে সম্প্রতি ধাক্কা দিয়েছেন দক্ষিণেরই আরেক তারকা চিরঞ্জীবী।

ভারতীয় কিছু গণমাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে, চিরঞ্জীবীর আসন্ন ছবিতে অভিনয় করার জন্য নয়নকে নিজের পারিশ্রমিক কাটছাঁট করতে হয়েছে। এমনিতে নয়নতারা গড়ে প্রতিটি সিনেমার জন্য ১০ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক নেন। ‘জওয়ান’ এবং ‘গডফাদার’র (লুসিফারের তেলেগু রিমেক) জন্য একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন তিনি।

স্বভাবতই নতুন প্রজেক্টগুলোর জন্য তিনি তার আগের চেয়ে বেশি পারিশ্রমিক নেবেন, যা চরিত্রের ব্যাপ্তির উপর নির্ভর করে।

 তবে, ২০২৫ সালে পারিশ্রমিক না বাড়িয়ে উল্টো কাটছাট করলেন এ নায়িকা! নয়নতারার শেষ তেলেগু সিনেমা ছিল ২০২২ সালে চিরঞ্জীবীর সঙ্গে ‘গডফাদার’।

একই নায়কের নতুন সিনেমার জন্য তাকে কাস্ট করা হয়েছে। এটি পরিচালনা করবেন অনিল রবিপুদি। সিনেমাটি আগামী বছর সংক্রান্তিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, নয়নতারা প্রাথমিকভাবে এ সিনেমায় অভিনয়ের জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। যা তার পূর্বের পারিশ্রমিকের তুলনায় ৮০ ভাগ বেশি। নির্মাতারা এই পরিমাণ সম্পর্কে জানতে পেরে বেশ অবাক হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটি অনেক কম পরিমাণে স্থির হয়েছিল।

 নির্মাতারা অভিনেত্রীকে চিরঞ্জীবী অভিনীত সিনেমাটিতে ৬ কোটি রুপি পারিশ্রমিকে অভিনয় করতে রাজি করিয়েন। তিনি যে পরিমাণ অর্থ দাবি করেছেন এটি তার তুলনায় শতকরা ৬৬ ভাগ কম। ঠিক কী কারণে নয়নতারা এতো কম পারিশ্রমিকে সিনেমাটি করতে রাজি হয়েছেন সেটা না বললেও, এটা যে তার ‘ব্র্যান্ড ভ্যালু’র জন্য একটি বড় ধাক্কা, সেটা বলা ভুল হবে না।