নোবেলকে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী
প্রকাশ | ২০ মে ২০২৫, ১৭:১৯

ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডেমরা থানা। অভিযোগ রয়েছে, এক নারীকে দীর্ঘ ৭ মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও মারধর করেছেন।
নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা আর গ্রেপ্তারের খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করছেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ।
ফেসবুক স্ট্যাটাসে সালসাবিল লেখেন, “আমি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছি। আমি কারো বিরুদ্ধে কোনো প্রকারের মামলা দায়ের করিনি।”
নারীকে ৭ মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও মারধর নিয়ে সালসাবিল লেখেন, “নোবেলের সঙ্গে আমার অনেক দিন দেখা হয় না ঠিক, কিন্তু ফোনে কথা হয়। আর অভিযোগ শুনলাম, ‘সাত মাস ধরে নোবেল আটকে রেখে ধর্ষণ’— আসলে ওর সঙ্গে সাত মাস কারো পক্ষে থাকা সম্ভব এটা আমার বিশ্বাস হয় না। কারণ ও নেশাগ্রস্ত, তাহলে সে কীভাবে কাউকে আটকে রাখবে?”
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ভুক্তভোগী একজন কলেজছাত্রী। গত বছরের নভেম্বরে তাকে বাসায় নিয়ে আসেন নোবেল। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং তাকে বাসায় আটকে রাখেন।
খানিকটা ব্যাখ্যা করে ওসি মাহমুদুর রহমান বলেন, “বিয়ের কোনো বৈধতা ছাড়াই সাত মাস ওই নারীকে আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। তিনি এসব ঘটনার ভিডিওও ধারণ করেছিলেন।”
ভুক্তভোগী নারীর উপর নির্যাতনের একটি ভিডিও কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেপ্তার করে।