সাহসিক চরিত্রে সালমান খান
প্রকাশ | ২১ মে ২০২৫, ১১:৫৯

বেশ কয়েক বছর ধরেই বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারছে না ভাইজানখ্যাত বলিউড তারকা সালমান খানের সিনেমাগুলো।
সবশেষ গত ঈদে মুক্তি পাওয়া ‘সিকন্দার’ সিনেমার ক্ষেত্রেও এর ব্যত্যয় হয়নি। তবে এবার ভক্তদের জন্য দুঃসাহসিক এক সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। দেশের জন্য প্রাণ দেওয়া বীরযোদ্ধা বিকুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে তাকে।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ২০২০ সালে ভারতের গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষে নিহত কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবুর জীবনের ওপর একটি সিনেমা নির্মাণ হচ্ছে।
এটি পরিচালনা করবেন ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ও ‘মিশন ইস্তানবুল’ সিনেমার পরিচালক অপূর্ব লাখিয়া। আগামী মাসেই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ।
২০২০ সালে চীন-ভারত সংঘর্ষে প্রাণ হারান কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবু। সে সময়টায় তিনি ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার। ১৯৬৭ সালের পর তিনিই প্রথম সেনা সদস্য, যিনি কোনো সম্মুখ সমরে মারা গেছেন। তার বীরত্বের কাহিনী তুলে ধরা হয়েছে শিব অরুর ও রাহুল সিংহ রচিত বই ‘ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস ৩’-এর প্রথম অধ্যায়ে।
সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, কর্নেল বাবুর চরিত্রটি বীরত্বপূর্ণ। তিনি একাধিক সন্ত্রাসবিরোধী ও অনুপ্রবেশ রোধ অভিযানে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন।
পরিচালক প্রথম অধ্যায় ‘আমি এত তীব্র যুদ্ধ কখনো দেখিনি- ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ’-এর স্বত্ব কিনে নিয়েছেন। এটি গালওয়ান উপত্যকায় সংঘটিত সংঘর্ষের প্রথম ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা। এর চিত্রনাট্য লিখেছেন সুরেশ নায়ার। তার সঙ্গে কাজ করেছেন চিন্তন গান্ধী ও চিন্তন শাহ। সংলাপ লিখেছেন চিন্তন শাহ।