প্রথমবার কানে দ্যুতি ছড়ালেন জাহ্নবী কাপুর
প্রকাশ | ২১ মে ২০২৫, ১২:৫১

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথমবার হাঁটলেন প্রয়াত শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।
মঙ্গলবার (২০ মে) তার অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমা টিমের সঙ্গে লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী।
ভোগ আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, জীবনের এই বিশেষ মুহূর্তে তরুণ তাহালিয়ান ড্রেস বেছে নেন জাহ্নবী কাপুর। গোলাপী রঙের পোশাকটি ভারতের বেনারস থেকে জাহ্নবীর জন্য তৈরি করা হয়। এই স্কার্ট এবং করসেটটি আসল টিস্যু থেকে তৈরি করা হয়েছে।
চলচ্চিত্র উৎসবে ভোগের সঙ্গে কথা বলেন জাহ্নবী কাপুর। এ অভিনেত্রী বলেন, “আমি সবসময়ই হাইপার গ্ল্যামারাস হতে আগ্রহী।”
ভারতীয় ডিজাইনারের পোশাক পরে কানের মঞ্চে দাঁড়াতে পেরে গর্বিত জাহ্নবী। তার মতে, “এই মঞ্চে অনেক বিশ্বতারকা ভারতীয় ডিজাইনার-কারিগরের তৈরি পোশাক পরে উপস্থিত হয়েছেন। সময় এসেছে ভারতীয় এই শিল্পীদের সামনে নিয়ে আসার।”