আমাকে বলা হয় আমি জামায়াতের কর্মী: বাঁধন
প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৬:০৯

অভিনেত্রী আজমেরি হক বাঁধন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানিয়েছেন, কীভাবে একটি বলিউড সিনেমায় কাজ করার পর তার পেশাগত ও ব্যক্তিজীবনে নানা জটিলতা তৈরি হয়।
বাঁধন লেখেন, ২০২১ সালে বলিউডের চলচ্চিত্র খুফিয়াতে একজন ‘র’ (RAW) এজেন্টের ভূমিকায় অভিনয় করা ছিল তার ক্যারিয়ারের একটি গর্বের মুহূর্ত। তার সহ-অভিনেত্রী ছিলেন ভারতের খ্যাতিমান অভিনেত্রী তাবু। কিন্তু সিনেমার প্রিমিয়ারে যাওয়ার আগেই বাঁধনের ভিসা পাঁচবার প্রত্যাখ্যাত হয়।
বাঁধন ফেসবুক পোস্টে লেখেন, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা তার একটি ছবিকে উদ্বেগের কারণ হিসেবে তুলে ধরেন, যেখানে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে ছিলেন। পরে তিনি পরিচিত উচ্চপদস্থ ব্যক্তিদের সহায়তায় মাত্র এক মাসের একটি সিঙ্গেল এন্ট্রি ভিসা পান। পরে জানতে পারেন, ওই সিনেমারই একজন অভিনেতা হয়তো ভিসা জটিলতায় ভূমিকা রেখেছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, “জুলাইয়ের ঘটনাপ্রবাহে আমাকে সিআইএ’র এজেন্ট বলা হয়, ইউএসএইড থেকে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়, আবার বলা হয় আমি জামায়াত কর্মী। এরপর আমাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত বলা হয়। আর গত রাতে কেউ আমাকে ভারতের ‘র’ এজেন্ট বলেছে।”
সবশেষে বাঁধন লিখেন, “আমরা কি ধরনের সমাজে বাস করি! এখানে কেউ নিজের দেশকে ভালোবাসে না, এবং মনে করে কেউই দেশের প্রতি ভালোবাসা দেখাতে পারে না।”