আমাকে এই আলিম নামের জালিম থেকে আল্লাহর ওয়াস্তে বাঁচান: হ্যাপি

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৬:৫৮

যাযাদি ডেস্ক
ছবি : নাজনীন আক্তার হ্যাপি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এক নাম নাজনীন আক্তার হ্যাপি। এক সময়ের পর্দার এই পরিচিত মুখ এখন আলোচনায় রয়েছেন একেবারে ভিন্ন কারণে। ধর্মীয় জীবনে প্রবেশ, বিয়ে, এবং সাম্প্রতিক পারিবারিক সংকট—সব মিলিয়ে আবারও গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রে তিনি।

এক দশক আগেও যিনি অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন, সেই হ্যাপি এখন জীবনযুদ্ধে লড়ছেন বলেই তার সোশ্যাল মিডিয়ার বার্তাগুলো ইঙ্গিত করে। তিনি এখন সাবেক স্বামী মুফতি মোহাম্মদ তালহার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন—শারীরিক নির্যাতন, একাধিক বিয়ে, সন্তানকে নিয়ে হুমকি—সব কিছু মিলিয়ে এক অসহায় চিত্র ফুটে উঠেছে তার ভাষ্যে।

সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তিনি দেশবাসী এবং বিশেষ করে আলেম সমাজের প্রতি সাহায্যের আবেদন জানান। সেখানে তিনি লেখেন, “এই দেশে কি কোনো হক্কানী ওলামা নেই? আমাকে একজন জালিম আলেমের হাত থেকে বাঁচান আল্লাহর ওয়াস্তে!” তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত অতীতকে ঢাল বানিয়ে তার প্রতি সহানুভূতির অভাব দেখাচ্ছেন অনেকেই।

তিনি জানান, স্বামী তালহা তাকে একাধিকবার আর্থিক চাপে ফেলেছেন, ভয় দেখিয়েছেন সন্তানকে নিয়ে চলে যাওয়ার, এমনকি তালাকের হুমকিও দিয়েছেন। “আমি তার চরিত্র জানি,” বলে হ্যাপি যুক্ত করেন, “আমি কোনোভাবেই এমন একজনের হাতে আমার সন্তান তুলে দিতে পারি না।”

আইনি পদক্ষেপ নেওয়ার পরও তিনি সমালোচনার মুখে পড়েছেন। একটি ভিন্ন পোস্টে তিনি ব্যাখ্যা করেন কেন ‘যৌতুক মামলা’ করেছেন, এবং কিভাবে সেই সিদ্ধান্ত ছিল সন্তানের নিরাপত্তাকে কেন্দ্র করে নেওয়া একটি বাধ্যতামূলক পদক্ষেপ।

অভিনয় জীবনে হ্যাপি কাজ করেছেন বেশ কিছু আলোচিত চলচ্চিত্রে, যেমন ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘রিয়েলম্যান’, ‘ছন্দপতন’সহ আরও কয়েকটি প্রজেক্টে। তবে সিনেমার রঙিন পর্দা থেকে সরে এসে এখন বাস্তব জীবনের রঙহীন জটিলতার মধ্যেই তার লড়াই।