৮ বিভাগে শুরু হচ্ছে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব
প্রকাশ | ২৬ মে ২০২৫, ১০:৫৮

‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’ শুরু হতে যাচ্ছে আগামী ২৭ মে (মঙ্গলবার) থেকে।
পাঁচ দিনব্যাপী উৎসবটি একযোগে দেশের আটটি বিভাগীয় শহরে ৩১ মে পর্যন্ত চলবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হবে।
শনিবার (২৪ মে) একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘এবার চতুর্থবারের মতো এ উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১৬, ২০১৮ ও ২০২১ সালে উৎসবটি অনুষ্ঠিত হয়। আমরা বর্ণিল একটি উৎসব আয়োজনের চেষ্টা করছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।