শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন এনায়েত উল্ল্যাহ সৈয়দ
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১১:২৪

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-র অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫।
চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত-সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরষ্কার তুলে দেয়া হয়।
এ বছর ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এ শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কারে ভূষিত হলেন এনায়েত উল্যাহ সৈয়দ, যিনি শিপুল সৈয়দ নামে পরিচিত।
আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর উদ্যোগে গত ২৯ জুন ২০২৫ইং রবিবার সন্ধ্যায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এজেএফবি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএন বাংলার তাশিক আহমেদ চিত্রনায়ক আলীরাজ উপস্থিত ছিলেন। এ সময় চলচিত্র নায়ক আলীরাজ নাট্যাঙ্গনে বিশেষ অবদানস্বরূপ শ্রেষ্ঠ নাট্য নির্মাতা হিসেবে পুরস্কার তুলে দেন।
এনায়েত উল্যাহ সৈয়দ বলেন, ‘অভিনয় আমার ধ্যান-জ্ঞান রক্তে মিশে গেছে। আমি অভিনয় ছাড়া কিছুই বুঝি না। এই জগতটা আমার সংসারেরই অংশ। তাই, আজকের এই পুরস্কার আমাকে আন্দোলিত করছে পরবর্তী কাজে আরো উৎসাহিত করছে।’