ফের শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশে আলোচনায় মিষ্টি জান্নাত

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৪:২৬

বিনোদন ডেস্ক
শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী মিষ্টি জান্নাতের একটি নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

আজ বুধবার (২ জুলাই) সকালে মিষ্টি জান্নাত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শাকিবের সঙ্গে ছবিটি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, ‘সেই ১ম বার’।

সঙ্গে জুড়ে দেন একটি হার্ট ইমোজি। এই সংক্ষিপ্ত ক্যাপশনই ভক্তদের মনে নতুন করে রহস্যের জট তৈরি করেছে। অনেকেই এটিকে তাদের নতুন সম্পর্কের ইঙ্গিত হিসেবে ধরে নিচ্ছেন।


এর ঠিক এক মাস আগে, গত ২ জুন, বিমানে শাকিব খানের সঙ্গে তোলা দুটি সেলফি প্রকাশ করে মিষ্টি জান্নাত আলোচনায় এসেছিলেন।

সেই ছবির ক্যাপশন ছিল ‘লাভ লাভ’, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল।

তখন থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল যে, এই দুই তারকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে।

প্রথমবারের মতো শাকিবের সঙ্গে ছবি প্রকাশ প্রসঙ্গে মিষ্টি জান্নাত একটি সাক্ষাৎকারে তার বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, শুধু সেলফি না, আমরা তো পুরোদিন আড্ডা দিলাম।

দেখলাম অনেকেই লিখেছে, আমি নাকি দৌড়ে গিয়ে শাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছি। এসব দেখে খুব বিরক্ত হয়েছি। আমি ২৭ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ।

আমার যদি ইচ্ছে হয়, আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি। উনি ২৫ বছরের ক্যারিয়ারের একজন মেগাস্টার, এতে সমস্যা কোথায়?

অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল।