‘বৃষ্টি পড়লে আমি শান্ত থাকতে পারি না’

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১১:৪৮

বিনোদন ডেস্ক
অভিনেত্রী তন্বী লাহা রায়

বৃষ্টিভেজা শরীরে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ ছড়িয়ে দিলেন ওপার বাংলার টেলিভিশনের পরিচিত মুখ তন্বী লাহা রায়। 

অঝোর বৃষ্টিতে ভেজা তার খোলা পিঠ আর কালো শাড়ির ছভি ও ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলেছে। টেলিভিশনের মিষ্টি মুখের খলনায়িকা তন্বী এবারও নেটিজেনদের মুগ্ধ করলেন তার বোল্ড উপস্থিতিতে।

বৃষ্টির দিনে কালো শাড়ি আর ব্যাকলেস ব্লাউজ পরে নিজেকে ভিজিয়ে তন্বী ক্যামেরার সামনে ধরা দিলেন একেবারে নতুন রূপে। তার খোলা পিঠে চুল থেকে টুপটাপ জল পড়ছে, সেই দৃশ্য দেখেই প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া। 

একগুচ্ছ ছবি শেয়ার করে তন্বী লেখেন, ‘বৃষ্টি পড়লে আমি শান্ত থাকতে পারি না, আমি শান্তি অনুভব করি, আমি হাসি, নাচ করি। আমি হয় তোমার সঙ্গে ছাতা শেয়ার করব, না হলে নিজেকে ভিজিয়ে দেব।’ বৃষ্টির দিনে এমন ভেজা ছবিতে তন্বী যেন নিজেই এক টুকরো কাব্য।

টেলিপাড়ার অনেকেই তন্বীর এই বোল্ড রূপের প্রশংসা করেছেন। ‘মিঠাই’ সিরিয়ালের নেগেটিভ চরিত্রে অভিনয় করে যে তন্বী জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন, সেই তন্বী আজ ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে কাজ করছেন। 

ব্যক্তিগত জীবনেও নানা ওঠাপড়া পার করছেন তিনি। প্রেম, বিচ্ছেদ, মায়ের মৃত্যু- সব কিছুই তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজদীপ গুপ্তের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জনও টেলিপাড়ায় ছড়িয়েছে।

যদিও এ নিয়ে কখনও খোলামেলা কিছু বলেননি তন্বী বা রাজদীপ। তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া তন্বীর একাধিক পোস্টে সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।