চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন মম
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৩:১৫

২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
গত ২৫ মে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। মঙ্গলবার (১ জুলাই) ৩২টি চলচ্চিত্রকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের পর অভিনেত্রীর পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে।
এ তারকা সংবাদমাধ্যমকে জানান, গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
অভিনেত্রীর দাবি―ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এ জন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি। এ জন্য তার উপলব্ধি, তার ছেড়ে দেয়া পদে অন্য কেউ এসে কাজ করলে এতে কমিটির জন্য ভালো হবে।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরে ৩২টি সিনেমাকে মোট ১৩ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত ১ জুলাই প্রজ্ঞাপনও প্রকাশ হয়। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই অনুদান কমিটি থেকে অভিনেত্রী মমর পদত্যাগের বিষয়টি সামনে আসে।
এ ব্যাপারে তিনি জানান, গত ১ জুলাই অনুদানের যে প্রজ্ঞাপন জারি হয়েছে বা যেসব সিনেমাগুলো অন্তর্বর্তী সরকারের অনুদান পাচ্ছে, সেখানে কমিটির সদস্য হিসেবে কোনো অংশীদারিত্ব নেই তার। অনুদান পাওয়া সিনেমাগুলোর নির্বাচন কিংবা বাছাই ও চূড়ান্তকরণে কোনো দায় নেই তার।
মূলত চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্য নিয়ে সংস্কারের আশায় নিজের শুটিং ব্যস্ততা ফেলে রাজপথ থেকে চলচ্চিত্র অনুদান কমিটিতে যুক্ত হয়েছিলেন অভিনেত্রী মম। কিন্তু তিনি পদত্যাগ করলেন।
আরও পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। তারাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
গত বছরের ৭ অক্টোবর সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই কার্যক্রমের অংশ হিসেবে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করা হয়।
মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ জন সদস্যকে নিয়ে কমিটি পুনর্গঠন করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক ড. আবুল বাশার মো. জিয়াউল হক (তিতাস জিয়া), চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ, অভিনেত্রী জাকিয়া বারী মম।