আমি বড় সিনেমার অংশ হতে ভালোবাসি : প্রিয়াঙ্কা

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৫:৩৩

বিনোদন ডেস্ক
প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ‘হেডস অব স্টেট’ সিনেমার প্রচারণায় ব্যস্ত। 

এই সিনেমায় তিনি বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। সম্প্রতি ইন্ডিয়া টুডের সাথে এক আলাপচারিতায় তিনি জানিয়েছন, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পছন্দ করলেও তার রয়েছে কিছু সীমাবদ্ধতা।

তিনি জানিয়েছেন, টম ক্রুজ এবং অক্ষয় কুমারের মতো বিমান থেকে লাফিয়ে পড়ার সাহস তার হবে না।
 
প্রিয়াঙ্কার ভাষায়, ‘টম ক্রুজ ও অক্ষয় কুমার যা করেন তা আমার ভালো লাগে। তারা অ্যাকশন দৃশ্যে চমৎকার কাজ করেন। 

কিন্তু আমার মনে হয় না, উড়ন্ত বিমানে ঝুলতে আমার সাহস আছে! আসলে টম বা অক্ষয়ের মতো আমার এত সাহস নেই।’
  
‘হেডস অব স্টেট’-এর সেটে অসাধারণ স্টান্ট টিমের প্রশংসা করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি বড় বড় সিনেমার অংশ হতে ভালোবাসি। এই সিনেমায় একটা বিশাল স্টান্ট টিম আছে, যারা আমাকে আমার সমস্ত কাজ করতে সাহায্য করেছে। 

বলা যায় বাধ্য করেছে। সব মিলিয়েই এই সিনেমায় একটা জাদু তৈরি হয়েছে।’