ইতিহাস গড়লেন দীপিকা
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৬:০৩

‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় দীপিকা পাড়ুকোন! এই প্রথম কোনও ভারতীয় তারকা হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম’-এ জায়গা করে নিলেন।
২০২৬ সালের জন্য ঘোষিত তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে জায়গা পেয়েছেন এই বলিউড অভিনেত্রী।
বলাই বাহুল্য, ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় নিজের নাম দেখার জন্য মুখিয়ে থাকেন হলিউডের তাবড় তারকারাও।
এমনকি, চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। আর সেখানেই ঠাঁই পেল দীপিকা পাড়ুকোনের নাম!
২ জুলাই হলিউড চেম্বার অব কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় এই অভিনেত্রীর নাম।
তার সঙ্গে তালিকায় আরও রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, টিমোথি চালামেট, স্ট্যানলিসহ আরও অনেকের নাম।
২০ জুন ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল একশো মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে।