‘আপনার থেকেও বেশি সুন্দর আপনার হাসি’
প্রকাশ | ০৪ জুলাই ২০২৫, ১১:৪৮

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন।
২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন। সে বছরই ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে কাজ করে বেশ পরিচিতি পান তিনি।
এরপর আর তাকে পেছনে ফিরে যেতে হয়নি। নাটক-বিজ্ঞাপনের পর সিনেমাতেও নিয়মিত কাজ করে চলেছেন তাসনিয়া ফারিণ।
অভিনেত্রী অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন।
সেই সঙ্গে এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন নিজের ভালো লাগার-মন্দ লাগার বিষয়গুলো।
সেই ধারাবাহিকতায় এবার সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, প্রকৃতির মাঝে ধরা দিয়েছেন ফারিণ। চোখের চাহনি, মিষ্টি হাসি আর খোলা চুলে ভক্তদের মাঝে নজর কেড়েছেন অভিনেত্রী।
শেয়ার করা ছবির ক্যাপশনে ফারিণ লিখেছেন—এই শহরটা থেকে একটু দূরে কোথাও চলে যাই কিছুক্ষণ।
আর এতেই ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়ে তোলেন।
কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসা করে এক নেটিজেন লিখেছেন—ওয়াও কি সুন্দর প্রকৃতি!
আর তার সঙ্গে আমাদের সুন্দরী ফারিণ আপু। আরেক নেটিজেন ভালোবাসার ইমোজি সঙ্গে জুড়ে দিয়ে লিখেছেন—আপনার থেকেও বেশি সুন্দর আপনার ওই হাসিমাখা মুখ।