জনপ্রিয় অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই
প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১১:২৬

হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই।
গতবৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়ার মালিবুতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ম্যানেজাররা।
ম্যাডসেনের ম্যানেজার সুসান ফেরিস, রন স্মিথ এবং অভিনেতার জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। অনেকেই তাকে মিস করবেন।’
হলিউড অভিনেতা ম্যাডসেনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘রিজার্ভার ডগস’। এ সিনেমায় সাইকোপ্যাথ খুনি মিস্টার ব্লন্ড চরিত্রে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন। এছাড়াও জনপ্রিয় সিনেমা ’কিল বিল’-এ খলনায়কের ছোট ভাই বাড চরিত্র সিনেমাপ্রেমীদের মনে এখনও তাজা হয়ে আছে।
‘রিজার্ভার ডগস’ ও ’কিল বিল’ সিনেমা দুইটি পরিচালনা করেন হলিউড চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক টারান্টিনো। এই পরিচালকের আরও বেশকিছু ছবিতে দেখা গেছে মাইকেল ম্যাডসেনকে। দীর্ঘ ৪০ বছরের অভিনয় জীবনে ৩০০-এর বেশি চরিত্রে অভিনয় করেছেন তিনি।