হাসপাতালে ফরিদা পারভীন, দোয়া চাইলেন স্বামী
প্রকাশ | ০৭ জুলাই ২০২৫, ১৩:৪৫

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিন দিন আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুরুতে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
পরে কিছুটা উন্নতি হলে গতকাল রোববার (৬ জুলাই) থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।
ফরিদা পারভীনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সোমবার (৭ জুলাই) সকালে গণমাধ্যমকে তথ্য দিয়েছেন তার স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।
তিনি বলেন, সামান্য উন্নতি দেখা দিলেও শারীরিক অবস্থা মোটেও আশাব্যঞ্জক নয়। কয়েক মাসের মধ্যে এটি তৃতীয়বারের মতো আইসিইউতে ভর্তি হওয়া।
ফুসফুস ও কিডনিজনিত জটিলতা বেড়েছে। শরীর এতটাই দুর্বল যে নিজে থেকে উঠে দাঁড়াতেও পারছে না। হাঁটাচলা একেবারেই সম্ভব হচ্ছে না। সবাই দোয়া করবেন তার জন্য।