শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি : জরিমানা প্রায় ২ লাখ

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া প্রতিনিধি
  ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:০০

কুষ্টিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে পাঁচ রেস্টুরেন্ট মালিককে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার অভিযানে এ জরিমানা করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কুষ্টিয়া শহরের মৌবন রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে এক লাখ, নবাব বিরিয়ানি হাউজকে ১০ হাজার, হাজী বিরিয়ানি হাউজকে ১০ হাজার, নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার ও অশোক দধি ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর গাফফার উজ্জামানসহ র‌্যাবের একটি অভিযানিক দল উপস্থিত ছিলেন।

র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামান জানান, ‘এই প্রতিষ্ঠানগুলোতে আগেও একাধিকবার র‌্যাব ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। তারপরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরবর্তীতে না মানলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা জানান, ‘অভিযানে মেয়াদহীন জিনিস, মশামাছি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ করা যায়। এজন্য বিভিন্ন খাবারের হোটেল ও রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চলবে।’

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে