গাজীপুরের কালিয়াকৈরের বড়ইবাড়ী ও গোয়ালবাথান এলাকায় ইটভাটা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় উপজেলার বড়ইবাড়ী এলাকায় বিএনবি নামের দুটি ইটা ভাটার মালিককে পরিবেশ দূষণের দায়ে ১২ লাখ টাকা জরিমানা করেছেন এবং জেবিবি' নামে অপর ইটা ভাটা বুলডোজার গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আহম্মেদ।
আদালত সূত্রে জানা গেছে উপজেলার বড়ইবাড়ী এলাকায় বিএনবি নামের দুটি ইটা ভাটার মালিককে পরিবেশ দূষণের দায়ে ১২ লাখ টাকা জরিমানা করেছেন।
এছাড়া উপজেলার গোয়ালবাথান এলাকা যে জেবিবি' নামের অপর ইটা ভাটা বুলডোজার গুড়িয়ে দিয়েছেন। আদলতের লোকজন দেখে জেবিবি নামের ইটা ভাটার লোকজন পালিয়ে যায়।
এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন র্যাব,পলিশ সদস্য এবং গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের লোকজনসহ অন্যান্যরা।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd