আবারো শীতে কাঁপছে মৌলভীবাজার

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৬

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

 

টানা শৈত প্রবাহে আবারো কাঁপছে পর্যটন ও পাহাড়ি অধ্যুষিত মৌলভীবাজার। হিমেল হাওয়া ও হাঁড় কাপানো শীতে বিপর্যস্থ হয়ে পড়েছেন সর্বস্তরের মানুষ। মঙ্গলবার মৌলভীবাজারে সর্ব নিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি  সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে এখন বইছে শৈত প্রবাহ। কনকনে শীতে বিশেষ প্রয়োজন ছাড়া বাসা-বাড়ির কেই ঘর থেকে বাহির হচ্ছেন না। শীত থেকে নিজেকে বাঁচাতে দিন ও রাতে খড়খুটো জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতায় সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন কষ্টে। কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকার শ্রমজীবি মানুষ আরো ভোগান্তিতে পরেছেন।

 

মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী জানা যায়, গত এক সপ্তাহ থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি  থেকে ১০ ডিগ্রির মধ্যে উঠা নামা করছে। হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।

 

যাযাদি/ এস