বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারের মনু নদ’র পানি কোদালি ছড়া হয়ে যাবে হাইল হাওরে

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০১ মার্চ ২০২১, ২১:০৭

কৃষি ও মৎস সম্পদের উন্নয়নে শুষ্ক মৌসুমে মৌলভীবাজার শহরঘেষা মনু নদ’র পানি শহরের ভেতর হয়ে কুদালিছড়া হয়ে যাবে হাইল হাওরে। আবার গোপলা নদী হয়ে কুশিয়ারা অববাহিকা পর্যন্ত যাবে এসব পানি। এ বিষয়ে ইতোমধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার সোমবার দুপুরে মৌলভীবাজার মনু ব্যারেজ এলাকা পরিদর্শনকালে এসব কথা জানিয়েছেন।

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, সম্প্রতি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ভূজবল অফিস বাজার এলাকা থেকে সিকরাইল পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার কোদালি ছড়া খালের খনন কাজ চলছে। ১ কোটি চার লাখ টাকা ব্যয়ে এ খাল পুনঃখনন করা হচ্ছে। কোদালি ছড়ার পানি প্রবাহ ১২ মাস ঠিক রাখতে এবং ছড়ার দুই পাশের কৃষি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ছড়ার নিচের অবশিষ্ট ৯ কিলোমিটারও খনন কাজ করা হবে।

সরকারের ডেল্টা প্লানের অংশ হিসেবে মৌলভীবাজারের মনু নদের উন্নয়নে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে মনু ব্যারেজ পরিদর্শন করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের এ সচিব।

তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে মনু নদীর পানি যাতে কোদালি ছড়া হয়ে হাইল হাওড়ে পড়ে সে জন্য একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। এরই মধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। ফলে জেলার বুরো চাষে প্রাথমিক ভাবে প্রায় ৫ হাজার হেক্টর জমি ও মৎস সম্পদের উন্নয়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানসহ অনেকে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে