​ফাঁদ থেকে উদ্ধার ৭ ঘুঘু সাফারি পার্কে অবমুক্ত

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২১, ২০:৫০

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

 

গাজীপুর সদর থেকে উদ্ধার ৭টি দেশি ঘুঘু গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। ঘুঘু ধরার ফাঁদ হিসেবে এই পাখিগুলো ব্যবহৃত হতো।

 

বুধবার ( ৭ এপ্রিল) বিকেলে ঘুঘু গুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়।

 

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান যায়যায়দিনকে জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্ৰামের আলী আহাম্মদের ছেলে হাবিবুর রহমানের কাছে এই ৭টি দেশি ঘুঘু ছিল। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে ওই ঘুঘু গুলো উদ্ধার করা হয়। এগুলো দিয়ে ঘুঘু ধরার ফাঁদ পাততেন তিনি। পাখি উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। হাবিবুরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এ অভিযানে সহযোগিতা করেন ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মী সাদেকুল ইসলাম সহ বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

 

যাযাদি/ এস