তাপমাত্রা আরও বাড়তে পারে

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২১, ১৬:২২

যাযাদি ডেস্ক

প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠছে দেশের আবহাওয়া। ভাঙছে অতীতের সব রেকর্ড। এরই ধারাবাহিকতায় আজও দিনের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

 

সোমবার (২৬ এপ্রিল) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে।

 

এদিকে ৭ বছরে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল (রোববার) যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা বয়ে গেছে। সবমিলিয়ে একাধিক স্থানে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ।

 

সোমবারও (২৬ এপ্রিল) দাবদাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চল।  এছাড়া নেত্রকোনা জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ে শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৪০ দশমিক ৩, ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫, ঢাকায় ৩৯ দশমিক ৫, রাঙ্গামাটিতে ৩৯ দশমিক ৬, মংলায় ৩৯ দশমিক ৬, খুলনায় ৪০ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৫, কুমারখালীতে ৪০ দশমিক, খেুপপাড়ায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসসহ একাধিক এলাকায় ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

 

যাযাদি/এসআই