বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে মাসব্যাপী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

বরিশাল অফিস
  ২৬ এপ্রিল ২০২১, ১৯:২৬

বরিশাল নগরীতে শুরু হয়েছে মাসব্যাপী খাল পরিচ্ছন্ন কার্যক্রম। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর চৌমাথা বাজার সংলগ্ন নবগ্রাম খালের ময়লা ভেকু দিয়ে পরিষ্কার করে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

দীর্ঘদিন খাল খনন কোনো প্রকল্প না থাকায় বরিশাল নগরীর খালগুলো ব্যবহারতো দূরের কথা ময়লা জমে দুর্গন্ধে দু’পাড়ের মানুষের বসবাস অনুপযোগী হয়ে গেছে। নোংরা পানিতে সৃষ্ট মশায় জনজীবনও অতিষ্ঠ হয়ে উঠেছে। এ থেকে উত্তরণের জন্য নগরীর খালগুলো পরিচ্ছন্নতার মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। সোমবার দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাজিব হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, বরিশালের খালগুলোর বেশির ভাগই প্রায় হারিয়ে গেছে। এ কারণে বর্ষার সময় নগরীর বড় একটি অংশ হাঁটুপানির নিচে থাকে। এ বছর বর্ষার আগে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। যাতে বর্ষার সময় কিছুটা হলেও পানি নেমে যেতে পারে। আজ থেকে শুরু হওয়া এই পরিষ্কার কার্যক্রম চলবে মাসব্যাপী। ভেকু (এসকেভেটর) ছাড়াও দেড়শ শ্রমিক পরিছন্নতা কাজে অংশ নিচ্ছে বলে জানা গেছে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে