শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজও হতে পারে কালবৈশাখী ঝড়

যাযাদি ডেস্ক
  ১০ মে ২০২১, ১৭:৩৩

ঢাকাসহ আশেপাশের এলাকায় কালবৈশাখী ঝড় হতে পারে আজ সোমবার (১০ মে)। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। ঢাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘গতকালের মতো আজও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে। দুপুরের পর থেকে যে কোনও সময় ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে সন্ধ্যার পর যে কোনও সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আপাতত মেঘলা আছে। একেবারে নিশ্চিত করে ঠিক কখন ঝড় হবে তা আবহাওয়ার পূর্বাভাসে বলা সম্ভব নয়। তবে আজ ঝড় হবে এটা নিশ্চিত।’

এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এমনিতে ঢাকায় বাতাসের গতি ৫ থেকে ১০ কিলোমিটার হলেও ঝড়ের সময় বাতাসের গতি বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার পযন্ত যেতে পারে।

গতকাল ঢাকায় দুই দফা বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকখানি কমে এসেছে। তার আগের দুই দিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৪৪ মিলিমিটার। এর বাইরে কুতুবদিয়ায় ১৮, খেপুপাড়ার ১৬, যশোর, মোংলায় ১২, টাঙ্গাইলে ৯, সৈয়দপুর ও চাঁদপুরে ৮, সাতক্ষীরা, দিনাজপুর ও ঢাকায় ৬, ময়মনসিংহ, চুয়াডাঙ্গায় ৫, পটুয়াখালীতে ৪, নেত্রকোনায় ৩, রংপুর, খুলনা, বরিশাল ও গোপালগঞ্জে ২, নিকলি, কুমিল্লা, মাইজদীকোট, ফেনী, শ্রীমঙ্গল, ডিমলা, ভোলা ও মাদারিপুরে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ফরিদপুর ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্চোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে শুধু ঢাকার তাপমাত্রা কমেছে। আজ ঢাকায় ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল রবিবার ছিল ৩৫ দশমিক ৫, ময়মনসিংহে আজ ৩৩ দশমিক ৫, ছিল ২৯ দশমিক ৮, চট্টগ্রামে আজ ৩৪, ছিল ৩৩ দশমিক ৮, সিলেটে আজ ৩৫, ছিল ৩০ দশমিক ৫, রাজশাহীতে আজ ৩০ দশমিক ৭, ছিল ৩১ দশমিক ৫ , রংপুরে আজ ২৯ দশমিক ৫, ছিল ২৯ দশমিক ৮ এবং বরিশালে আজ ৩৪, ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে