ঘূর্ণিঝড়ের শঙ্কা: গভীর সাগর থেকে নৌকা-ট্রলার ফেরার নির্দেশ

প্রকাশ | ২২ মে ২০২১, ১৬:৪৬

যাযাদি ডেস্ক

 

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বঙ্গোপসাগরের গভীরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলে ফিরতে বলা হয়েছে।

 

শনিবার দুপুরে ঘূর্ণিঝড় সতর্কবার্তায় এ নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এতে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে  এবং ২৬ মে ২০২১ নাগাদ ভারতের ওডিশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে।

 

সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে ২৩ মে’র মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

 

আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাবউদ্দিন শনিবার সকালে বলেন, ‘আমরা (পরিস্থিতির দিকে) নজর রাখছি। আজকের মধ্যেই সেখানে একটি লঘুচাপ তৈরি হবে বলে আমরা ধারণা করছি। এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।'

 

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে ‘ইয়াস’। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছে ওমান।

 

যাযাদি/এসআই