শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক পরিদর্শনে বিকর্ন কুমার ঘোষ

কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  ১২ জুন ২০২১, ২১:০০

বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক পরিদর্শনে এলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ।

শনিবার সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত নির্মাণাধীন হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন। এ সময় বিকর্ণ কুমার ঘোষকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেটের প্রকল্প পরিচালক গোলাম সারোয়ার ভূইয়া। এরপর তিনি হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণকাজের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

সকাল ১১ টা ৩০ মিনিটের সময় তিনি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণকাজের সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় সভা করেন। একে একে মত বিনিময় করেন ঠিকাদার প্রতিষ্ঠান, প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সাথে।

এ সময় বিকর্ণ কুমার ঘোষ বলেন, এই হাইটেক পার্কটি ইকো ফ্রেন্ডলি। ভারতীয় পাহাড়ের পাদদেশে পার্কটি নির্মিত হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আকৃষ্ট হবেন। এরই মধ্যে ইকোনমিক ডিপ্লোমেসি শুরু করেছি। ভারত, চীন, জাপান, জার্মানিতে যোগাযোগ করা হয়েছে। সেসব দেশের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের উৎকৃষ্ট স্থান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে