উদ্ধার মেয়ে কুমিরের সঙ্গী হলো বঙ্গবন্ধু সাফারি পার্কের মধু

প্রকাশ | ১১ আগস্ট ২০২১, ১৭:৩৯

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

 

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ছালামডাঙ্গী গ্রামের একটি জলাধারে থেকে উদ্ধার মিঠাপানির নারী কুমিরটির ঠাঁই মিলেছে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

 

বুধবার (১১ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি যায়যায়দিনকে নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।

 

 

তিনি আরও জানান, ২০১৬ সালে মাগুরায় মধুমতী নদী থেকে একটি পুরুষ কুমির উদ্ধার করে শ্রীপুরের সাফারি পার্কে আনা হয়েছিল।  ৯ বছর বয়সী পুরুষ ওই কুমিরটির নাম ‘মধু’। সেখানে ভারত থেকে আনা আরও দুটি কুমির থাকলেও অতিরিক্ত বয়সের কারণে তারা প্রজননক্ষমতা হারিয়েছে। তাই সেই মধুর সঙ্গী হয়েছেন ফরিদপুর থেকে উদ্ধার করা ১৪ বছর বয়সী এ কুমিরটি।

 

 

উল্লেখ্য, গত ২৪ জুলাই ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ডাঙ্গী গ্রামের একটি জলাধারে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। পরে ২৮ ও ৩০ জুলাই দুই দফায় বন্য প্রাণি সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। শেষ পর্যন্ত ১৭ দিন পরে গত সোমবার (৯ আগস্ট) কুমিরটি আটক করতে সক্ষম হয় এলাকাবাসী।একই দিনে বাগেরহাটের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির হাওলাদারসহ ১০ সদস্যের একটি দল কুমিরটিকে উদ্ধার করে খুলনার ছোট বয়ড়া এলাকার বন্য প্রাণি কেন্দ্রে রাখা হয়।

 

যাযাদি/ এস